দক্ষিণ কোরিয়ায় উপস্থিতি বাড়াচ্ছে শাওমি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দক্ষিণ কোরিয়ায় উপস্থিতি বাড়াচ্ছে শাওমি


নতুন ট্যাবলেট পিসির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে শাওমি। আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় শাওমি প্যাড ৫ আনতে যাচ্ছে তারা। গত মাসে চীনের বাজারে উন্মোচিত হয়েছিল শাওমির এ ট্যাবলেট পিসিটি। দক্ষিণ কোরিয়ার গ্রাহকদের এটা কিনতে খরচ করতে হবে ৪ লাখ ৪৯ হাজার ওন বা ৩৮০ ডলার। খবর ইয়োনহাপ নিউজ।


২০১৪ সালের পর এ প্রথম দক্ষিণ কোরিয়ার বাজারে নতুন ট্যাবলেট আনতে যাচ্ছে শাওমি। করোনা পরিস্থিতিতে ঘরে থেকে কাজ ও ক্লাস বৃদ্ধিতে ট্যাবনির্ভরতা বেড়েছে। এ কারণে দক্ষিণ কোরিয়ার সম্ভাবনাময় বাজারে ট্যাবলেট পিসিটি আনতে যাচ্ছে বলে জানায় চীনা কোম্পানিটি।


প্যাড ৫ ট্যাবলেট পিসিতে ১১ ইঞ্চি ডিসপ্লে থাকছে, যা ১২০ হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। কোয়ালকমের ৭ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর থাকছে তাতে। ৮ হাজার ৭২০ এমএএইচের ব্যাটারি দীর্ঘসময় সেবা দেবে। ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে ট্যাবটিতে। অ্যাপলের আইপ্যাড ও স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাবের নিয়ন্ত্রণাধীন ট্যাবলেট বাজারে প্যাড ৫-এর মাধ্যমে জায়গা নেয়ার আশা প্রকাশ করছে শাওমি।


দক্ষিণ কোরিয়ায় বাজার সম্প্রসারণের অংশ হিসেবে নতুন ওয়্যারলেস ইয়ারবাডস রেডমি বাডস ৩ প্রো ও বাজারে আনবে শাওমি। এছাড়া দক্ষিণ কোরিয়ার বাজারে শিগগিরই কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার্স, কার্ভড গেমিং মনিটর ও এয়ার ফ্রাইয়ার আনার পরিকল্পনা করছে তারা।

কোন মন্তব্য নেই