ভিন্ন প্রসেসর নিয়ে ইনফিনিক্সের নতুন দুই ফোন
ইনফিনিক্স হট ১১ স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ এবং ইউজার ইন্টারফেসে এক্সওএস ৭.৬ স্কিন দেয়া হয়েছে। ফোনটিতে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১০৮০X২৪০৮ পিক্সেলের আইপিএস এলসিডি ডিসপ্লে প্রদান করা হয়েছে। যার আসপেক্ট রেশিও ২০:৯ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিটস পিক। স্মার্টফোনটিতে মিডিয়াটেকের হেলিও জি৭০ প্রসেসর রয়েছে। পাশাপাশি এতে ৪ জিবি এলপিডিডিআরফোর র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ প্রদান করা হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ইনফিনিক্স হট ১১ স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা প্রদান করা হয়েছে। এর সঙ্গে কোয়াড এলইডি ফ্ল্যাশ লাইটও রয়েছে। ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রদান করা হয়েছে। ফোনে ৫ হাজার ২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে।
অন্যদিতে ইনফিনিক্স হট ১১এসেও অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে। ফোনে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১০৮০X২৪৮০ পিক্সেলের এলটিপিএস এলসিডি ডিসপ্লে প্রদান করা হয়েছে। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং ডিসপ্লের সুরক্ষায় এনইজি ডাইনোরেক্স টি২এক্স-১ প্রযুুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনে মিডিয়াটেকের হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ইনফিনিক্স হট ১১এসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এরপর ২ মেগাপিক্সেলের সেকন্ডারি ক্যামেরা ও একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংবলিত ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে। ইনফিনিক্স হট ১১-এর বাজারমূল্য সাড়ে ১০ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে এবং হট ১১এসের বাজারমূল্য সাড়ে ১২ হাজার থেকে ১৮ হাজার টাকার মধ্যে। গ্যাজেটস থ্রিসিক্সটি

কোন মন্তব্য নেই