ভারতে চালু হলো হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস
হোয়াটস ইন্ডিয়া পেমেন্ট প্রাইভেসি পলিসি আসলে ইউপিআই-ভিত্তিক সার্ভিস। এ পরিষেবা ইউজারদের জন্য সম্পূর্ণ সুরক্ষিত বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নীতিমালা মেনেই এ পেমেন্ট অপশন তৈরি হয়েছে। মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ আশাবাদী যে ক্রমেই হোয়াটসঅ্যাপের পেমেন্ট অপশন ইউজারদের মধ্যে জনপ্রিয় হবে।
পেমেন্ট সার্ভিস চালু করতে হোয়াটসঅ্যাপ খোলার পর ওপরে ডানদিকের কোণে যে তিনটি ডট চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করলে পেমেন্ট অপশন দেখা যাবে। ইউপিআই সাপোর্ট করে এ রকম ভারতীয় ব্যাংকে ইউজারের অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টের স্ট্যাটাস অ্যাকটিভ থাকতে হবে। আর পেমেন্ট পাঠানোর আগে সব বিবরণ যাচাই করে নিতে হবে। যে ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ থাকবে সেই নম্বরই ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য দুক্ষেত্রেই একই নম্বর থাকা প্রয়োজন।
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করলেই টাকা পাঠানো এবং টাকা পাওয়া, দুটো কাজই করতে পারবেন ইউজাররা। পেমেন্ট টার্মস অ্যান্ড পলিসি গ্রহণ করতে হবে ইউজারদের। যেসব ব্যাংক হোয়াটসঅ্যাপ ইউপিআই সাপোর্ট করে সেসব ব্যাংকের তালিকা দেখতে পাবেন ইউজাররা। সেখান থেকে পছন্দসই ব্যাংক অ্যাকাউন্ট বেছে নিতে পারবেন তারা। তারপর পাঁচটি সহজ ধাপে লেনদেন সম্পন্ন করা যাবে—প্রথমে অ্যাকসেপ্ট পেমেন্টে ট্যাপ করতে হবে। তারপর পেমেন্ট টার্মস অ্যান্ড পলিসি পেজ অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করতে হবে। এরপর ভেরিফাই ভায়া এসএমএস অপশনে ট্যাপ করলে পরবর্তী ধাপে ব্যাংকের তালিকা দেখা যাবে। ইউজারের হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বরের সঙ্গে যেসব ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত সেগুলোই দেখা যাবে এ তালিকায়। সেখান থেকে একটি ব্যাংক বেছে নিতে হবে। সবশেষে ডান অপশনে ট্যাপ করলে লেনদেন সম্পন্ন হবে।

কোন মন্তব্য নেই