চিপ উৎপাদনে দক্ষিণাঞ্চলে কারখানা স্থাপন করবে মেক্সিকো
গত সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর উচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে অর্থনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরের মধ্যে এটি তাদের প্রথম বৈঠক। প্রতিবেশী দেশগুলো শেয়ার্ড সাপ্লাই চেইন তৈরি করার বিষয়ে বিশেষ করে সেমিকন্ডাক্টরের জন্য সম্মতি প্রকাশ করেছে।
বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের কারণে উত্তর আমেরিকার গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে বিশেষজ্ঞরা এ সংকট আরো প্রকট হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
রয়টার্সকে দেয়া সাক্ষাত্কারে তাতিয়ানা ক্লাউথিয়ার বলেন, চিপ উৎপাদনে অনেক পানির প্রয়োজন হয়। পানির ভালো সরবরাহ পেতে প্রয়োজনে আমরা আরো দক্ষিণে যাব।
তিনি বলেন, যখন আমরা চিপ সরবরাহ স্বাভাবিকের কথা বলছি, তখন আমরা সেখানে সেটি স্থাপনের বিষয়েই আলোচনা করছি। এমন না যে জালিস্কো ও বাজা ক্যালিফোর্নিয়াতে আগে থেকেই চিপ উৎপাদন কেন্দ্র ছিল।
ক্লাউথিয়ার বলেন, চিপ, মেডিকেল ডিভাইস ও ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের নেতাদের মধ্যকার অনুষ্ঠিত অর্থনৈতিক আলোচনায় সম্মতি প্রকাশ করেছেন। তারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও ইনফরমেশন টেকনোলজি কাউন্সিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই