টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু আয়ারল্যান্ডের
নিউইয়র্ক পোস্টের তথ্যানুযায়ী, আয়ারল্যান্ডের ডাটা প্রোটেকশন কমিশন টিকটকের মতো প্রতিষ্ঠানগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান নিয়ন্ত্রক।
এক বিবৃতিতে কমিশন জানায়, প্রথম ধাপে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে টিকটকের সুরক্ষা নীতি সম্পর্কে তদন্ত করা হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্য প্লাটফর্মের সেটিংস এবং ১৩ বছরের কম বয়সীদের যাচাইয়ের ক্ষেত্রে কী ব্যবস্থা রয়েছে সেটি দেখা হবে। দ্বিতীয় ধাপে চীনের কাছে টিকটক কীভাবে তথ্য পাঠিয়ে থাকে, সে বিষয়টি দেখা হবে বলে জানা গেছে।
আয়ারল্যান্ডে যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠানের আয়ের ওপর তথ্য সুরক্ষা কমিশন ৪ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবে। গত বছর প্রতিষ্ঠানটি ৩ হাজার ৪৩০ কোটি ডলার রাজস্ব আয় করেছে। এরপর থেকে প্রতিষ্ঠানটির মুনাফা বাড়তে থাকে।
অন্যদিকে টিকটকের এক মুখপাত্র ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। এসব তদন্ত ও মামলার পাশাপাশি কর্তৃপক্ষ ক্ষতিকর সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে রাশিয়ার সরকারি সংস্থার ওয়েবসাইটে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরির জন্য বেইজিংকে অভিযুক্ত করেছে।

কোন মন্তব্য নেই