ড্রোন হামলায় ১০ বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরে ইসলামিক স্টেট খোরাসানের (আইএসকে) হামলার পর গত ২৯ আগস্ট ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই সময় হামলায় কয়েকজন জঙ্গি মারা গেছে বলে দাবি করে দেশটি। তবে, গতকাল শুক্রবার সে দাবি থেকে সরে এসে ৭ শিশুসহ দশ বেসামরিক লোক হত্যার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হামলায় এক সহায়তা কর্মী ও তার পরিবারের ৯সদস্য নিহত হন। এরমধ্যে সাতজনই শিশু। নিহতদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল সুমাইয়া নামে এক শিশু। যার বয়স মাত্র ২ বছর। আফগানিস্তানে ২০ বছরের অভিযান শেষ করার আগ মুহুর্তে হামলাটি করে যুক্তরাষ্ট্র।
হামলার ঘটনাটিকে ‘মর্মান্তিক ভুল’ বলে অবিহিত করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। আল জাজিরার খবরে বলা হয়েছে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং তদন্তের পর জেনারেল ম্যাকেঞ্জি জানিয়েছেন ড্রোন হামলায় নিহতরা আইএসকেপির সঙ্গে যুক্ত ছিল না। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, ‘এটি মস্ত বড় ভুল ছিল যে কারণে আমি ক্ষমাপ্রার্থী। যোদ্ধাদের একজন কমান্ডার হিসেবে এ হামলার ঘটনার জন্য আমি নিজেকে দায়ী মনে করছি।’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও গতকাল শুক্রবার এ ন্যাক্কারজনক হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। অস্টিন বলেন, ‘আমরা ক্ষমাপ্রার্থী। ভয়াবহ এ ভুল থেকে আমরা শিক্ষা নেয়ার চেষ্টা করবো।’ হামলার তদন্তে জোর পর্যালোচনা করার ঘোষণাও দিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই