৬০০ চীনা ব্র্যান্ডকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে অ্যামাজন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৬০০ চীনা ব্র্যান্ডকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে অ্যামাজন


অ্যামাজন প্লাটফর্মে দেখা যাচ্ছে না আউকি, এমপাও, র‌্যাভপাওয়ার, ভাভা, তাওট্রনিকস ও চুয়েটেকের মতো গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান। প্রতারণামূলক রিভিউর মাধ্যমে প্লাটফর্মটিতে ভালো অবস্থানের অভিযোগে গত পাঁচ মাসে এ রকম ৬০০ চীনা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে অ্যামাজন। খবর দ্য ভার্জ।


র‌্যাভপাওয়ারের মতো কোম্পানি কীভাবে গিফট কার্ডের বিনিময়ে গ্রাহক রিভিউ নিচ্ছে সে ব্যাপারে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর নড়েচড়ে বসে অ্যামাজন। ২০১৬ সালে এ রকম গিফট কার্ড দেয়া নিষিদ্ধ করলেও অনেক কোম্পানি কৌশলে চালিয়ে যাচ্ছিল। আবার অনেক কোম্পানি আছে, যারা খারাপ রিভিউ ডিলিট করার বিনিময়ে ফ্রিতে পণ্য দেয় বা অর্থ ফেরত দেয়।


রিভিউ জালিয়াতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে অ্যামাজন এক বিবৃতিতে জানায়, আমাদের প্লাটফর্মে ক্রেতাদের আস্থা ও বিক্রেতাদের সুযোগ বৃদ্ধিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। ক্রেতারা যথাযথ ও সঠিক রিভিউর ওপর অনেকাংশে নির্ভরশীল। কিন্তু ভুয়া রিভিউর ফলে তাদের সচেতন সিদ্ধান্ত নেয়া ব্যাহত হয় এবং অন্য অনেক কোম্পানি প্রতিযোগিতায় পিছিয়ে যায়।

কোন মন্তব্য নেই