ব্যবসায়ীদের জন্য নতুন ফিচার এনেছে ফেসবুক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্যবসায়ীদের জন্য নতুন ফিচার এনেছে ফেসবুক


ব্যবসায়ীদের জন্য নতুন ফিচার এনেছে ফেসবুক। অ্যাপের মাধ্যমে গ্রাহক খুঁজে পেতে এবং তাদের সঙ্গে চ্যাট করতে সাহায্য করবে এ ফিচার। সম্প্রতি চালু হওয়া ফেসবুকের নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবসায়ীরা উপকৃত হবেন। নিজেদের ক্রমেই একটি অনলাইন শপিংয়ের বড় ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে ফেসবুক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ফিচার। খবর রয়টার্স।


নতুন ফিচার সম্পর্কে ফেসবুকের বিজনেস প্রডাক্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট করনদীপ আনন্দ বলেন, বর্তমানে অ্যাডভার্টাইজিংয়ে শীর্ষে আছে ফেসবুক। নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকদের শপিং অভিজ্ঞতা আগের চেয়ে ভালো হবে।


নতুন ফিচারে ব্যবসায়ীরা এখন থেকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাড়তি একটি বাটন যুক্ত করতে পারবেন। গ্রাহকরা যেন এক ক্লিকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সেজন্যই এ বাটন যুক্ত করা হয়েছে। আনন্দ বলেন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোতে অনেক মানুষ ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপটি ব্যাপকভাবে ব্যবহার করছে।

কোন মন্তব্য নেই