গুগল মিটে থাকছে ব্যাকগ্রাউন্ড ব্লার করার সুবিধা
গুগল মিটে এতদিন নিজেদের পছন্দমতো ব্যাকগ্রাউন্ড বেছে নেয়া যেত। নতুন এ ভিজ্যুয়াল ইফেক্টসের মাধ্যমে এবার ব্যাকগ্রাউন্ডের দৃশ্য অস্পষ্ট করা যাবে। এর ফলে নিজেদের পছন্দমতো ইফেক্টসের ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের দৃশ্য নিজেদের মতো করে বদলে দেয়া যাবে। নিজেদের পছন্দ অনুযায়ী সেটা অস্পষ্ট করা যাবে, নিজেদের পছন্দ অনুযায়ী সেখানে নানা ধরনের ইফেক্ট ব্যবহার করা যাবে, নিজেদের পছন্দ অনুযায়ী সেখানে নানা ধরনের কালারের ব্যবহার করা যাবে, বিভিন্ন ইফেক্টের মাধ্যমে যা আরো বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠবে। ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটা কল করার আগে দেখেও নেয়া যাবে। এর ফলে ভিডিও কলের সময় তার মান আর বৈচিত্র্য দুই-ই বাড়বে।
গুগল মিটের ভিজ্যুয়াল ইফেক্টসের নতুন এ ফিচার আগামী সপ্তাহ থেকেই ব্যবহার করা যাবে। এ নতুন ফিচার বিশেষ করে গুগল ওয়ার্কস্পেস কাস্টমার, জি সুট বেসিক এবং বিজনেস কাস্টমারদের জন্য। গুগল মিটের এ নতুন ফিচার তাদের কাজের ক্ষেত্রে, এক নতুন ও উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটাবে।
এছাড়াও গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভবিষ্যতে জিমেইলকে কেন্দ্রবিন্দু করেই তাদের সব অনলাইন সার্ভিসের সুবিধা পাওয়া যাবে। যেমন—গুগল ডক, গুগল মিট, গুগল চ্যাট ইত্যাদি। শুধু জিমেইল অ্যাপ ডাউনলোড করেই এসব অ্যাপের সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে আলাদা করে প্রত্যেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে না।
যুগের সঙ্গে তাল মিলিয়ে গুগল তাদের অ্যাপে বৈচিত্র্য নিয়ে আসছে। বর্তমানে জনপ্রিয় গুগল মিটের ব্যাকগ্রাউন্ডে ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবহারই তার প্রমাণ। বর্তমান বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠা হাইব্রিড কাজের মডেল ও অনলাইন যোগাযোগ নির্ভরতা বৃদ্ধিতে এ ফিচার ভালো ভ্যালু যোগ করবে বলে আশাবাদ অ্যালফাবেট মালিকানাধীন কোম্পানিটির।

কোন মন্তব্য নেই