২৪-২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২৪-২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ড


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উদযাপনে চলতি বছর অনুষ্ঠিত হচ্ছে একটি জাতীয় ভার্চুয়াল হ্যাকাথন। সিটিও ফোরাম বাংলাদেশের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে থাকছে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ)। ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে বাংলাদেশের যেকোনো নাগরিক এ ইভেন্টে নিবন্ধন করতে পেরেছে। একজন ব্যক্তি এককভাবে কিংবা সর্বোচ্চ তিনজনের একটি দল তৈরি করতে পারবে। নিবন্ধিত দল তিনটি পৃথক রাউন্ডে অংশগ্রহণ করছে এবং প্রতিটি রাউন্ডের পর শুধু নির্বাচিত দলগুলো পরবর্তী পর্বে যাচ্ছে। রাউন্ডগুলো হচ্ছে আইডিয়া রাউন্ড, যেখানে আইডিয়া উপস্থাপন করা; তারপর প্রোটোটাইপ রাউন্ড, যেখানে আগে উপস্থাপিত আইডিয়ার ভিত্তিতে একটি প্রোটোটাইপ উপস্থাপন করা হবে এবং সবশেষে গালা রাউন্ড, যেখানে একটি সম্পূর্ণ কাজের সমাধান উপস্থাপন করা হবে।


দেশের যুবকদের শিল্পের সঙ্গে সংযুক্ত করতে এবং নতুন প্রযুক্তির প্রচারের জন্য সিটিও ফোরাম বাংলাদেশ ১ আগস্ট থেকে এ জাতীয় ভার্চুয়াল হ্যাকাথনের নিবন্ধন শুরু করে। বাংলাদেশের প্রায় সব বিভাগ থেকে ২০০টিরও বেশি দল নিবন্ধন করেছে। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে রাজধানী ঢাকা থেকে (৭০.২%)। ৪ সেপ্টেম্বর ২০২১ হ্যাকাথনের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে ৩৫০-এরও বেশি মানুষ অংশ নিয়েছিল। ১০ থেকে ১২ সেপ্টেম্বর চলে হ্যাকাথনের আইডিয়া রাউন্ড। প্রতিদিন চারটি অধিবেশন অনুষ্ঠিত হয় এবং প্রত্যেকটিতে ১০টি করে দল অংশগ্রহণ করে। প্রোটোটাইপ রাউন্ডের জন্য মোট ৪০টি দল নির্বাচিত হয়েছে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর নির্বাচিত দলগুলো তাদের আইডিয়া বাস্তবায়নের সুযোগ পাবে। দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত দলগুলো ২ অক্টোবর গালা রাউন্ডে অংশ নেবে।

কোন মন্তব্য নেই