ফাইভজি এমএমওয়েব সাপোর্ট করছে না আইপ্যাড মিনি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফাইভজি এমএমওয়েব সাপোর্ট করছে না আইপ্যাড মিনি


গত মঙ্গলবার আইফোন ১৩ ও স্মার্টওয়াচের সঙ্গে আইপ্যাড মিনির আপডেটেড সংস্করণ উন্মোচন করেছিল অ্যাপল। সম্প্রতি আইপ্যাড মিনির বড় একটি ত্রুটি খুঁজে পেয়েছেন এক প্রযুক্তি বিশেষজ্ঞ। সিক্স কালার্স নামে প্রযুক্তিবিষয়ক ব্লগে জ্যাসন স্নেল লেখেন, এমএমওয়েভ ফাইভজি সাপোর্ট করে না আইপ্যাড মিনি। উন্মোচন অনুষ্ঠানে ফাইভজি সক্ষমতার ওপর জোর দিয়েছিল অ্যাপল কিন্তু আইপ্যাড মিনি পরীক্ষা করে দেখা গেছে, লো অ্যান্ড মিড ব্যান্ডের ফাইভ জি সাপোর্ট করলেও এমএমওয়েভ ফাইভজি সাপোর্ট করে না।


আইফোন ১২ উন্মোচনের সময়ই ফাইভজি হাইপ তুলেছিল অ্যাপল। ২০২১ সালে দ্রুত আপলোড ও ডাউনলোডে আইফোন সবার চেয়ে এগিয়ে থাকার দাবি করতেই পারে। কিন্তু দ্রুততর ফাইভজি স্পিড পাওয়ার বিষয়টি নির্ভর করছে কাভারেজের ওপর। সাম্প্রতিক বছরগুলোতে ফাইভজি কিছুটা উন্নত হলেও তা এলটিইর চেয়ে দ্রুততর নয়। ভেরাইজন ও টি-মোবাইলের মতো ফাইভ ক্যারিয়ারগুলো চলতি বছর ফাইভজি পারফরম্যান্স উন্নত করার চেষ্টা চালাচ্ছে। এমএমওয়েব দ্রুততর করার পরিকল্পনাও হাতে নিয়েছে তারা।


দ্য ভার্জের এডিটর ইন চিফ নিলয় প্যাটেল লেখেন, রাউটারের ২০ বর্গফুটের মধ্যে আইপ্যাড মিনিতে ২ গিগাবাইট পার সেকেন্ড ডাউনলোড স্পিড পাচ্ছি এবং আপলোড স্পিড থাকছে ৪০ এমবিপিএস। কিন্তু ১০০ ফুট দূরে গেলে সিগন্যাল ড্রপ করে।


প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, আইপ্যাড মিনির এমএমওয়েভ ফাইভজিতে কিছুটা সমস্যা থাকলেও সার্বিক কাজ চালাতে তেমন সমস্যা হচ্ছে না।

কোন মন্তব্য নেই