সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম পোস্টে হীনম্মন্যতায় ভোগেন ভক্তরা
ফেসবুকের নিজস্ব গবেষণা বলছে, হীনম্মন্যতায় বেশি ভোগেন কিম কারদাশিয়ান, জাস্টিন বিবার আর চার্লি ডি’আমেলিওর মতো সোস্যাল প্লাটফর্মে জনপ্রিয় তারকাদের ভক্তরা। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক সিরিজ প্রতিবেদন ‘ফেসবুক ফাইলস’ থেকে এ তথ্য উঠে আসায় প্রশ্ন উঠেছে সাধারণ ব্যবহারকারীদের ওপর সামাজিক মাধ্যমভিত্তিক কথিত ‘তারকা সংস্কৃতির’ প্রভাব নিয়ে। খবর রয়টার্স।
সম্প্রতি ফেসবুকের গবেষণা প্রতিবেদনের স্লাইড অনলাইনে প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই স্লাইডসহ ফেসবুকের বিভিন্ন অভ্যন্তরীণ নথির ভিত্তিতে ‘ফেসবুক ফাইলস’ প্রতিবেদনগুলো প্রকাশ করছিল মার্কিন দৈনিকটি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, কিশোর বয়সীদের ওপর নিজস্ব প্লাটফর্মের নেতিবাচক প্রভাবের বিষয়ে দীর্ঘদিন ধরে জানা থাকলেও বিষয়টি সম্পূর্ণ চেপে গেছে ফেসবুক।
২০২০ সালের মার্চ-এপ্রিলে সোস্যাল কমপ্যারিজন অন ইনস্টাগ্রাম শিরোনামের ওই গবেষণা প্রকল্পের অংশ নিয়েছিলেন এক লাখ ব্যবহারকারী। যে নয়টি দেশের নাগরিকরা ওই জরিপে অংশ নিয়েছিলেন, তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ব্রাজিল।

কোন মন্তব্য নেই