সেলফোনে ক্লাউড গেমিং পরিষেবা চালু করেছে ব্লুস্ট্যাকস
ক্লাউড গেমিং পরিষেবাটি কম্পিউটারের পাশাপাশি ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড, ক্রোমবুক ও রাস্পবেরি পাই ডিভাইসে পাওয়া যাবে। বাজারে এটিই এখন একমাত্র ক্লাউড গেমিং পরিষেবা, যেখানে ব্যবহারকারীদের বিনামূল্যে মোবাইল গেম স্ট্রিমিংয়ের সুবিধা দেয়া হয়ে থাকে।
ব্লুস্ট্যাকস এক্স একটি হাইব্রিড ক্লাউড প্রযুক্তি দ্বারা চালিত। প্রতিষ্ঠানটির অঙ্গপ্রতিষ্ঠান নাওডটজিজির সহায়তায় এটি নির্মাণ করা হয়। হাইব্রিড ক্লাউড প্রযুক্তি কম্পিউটিং ও গ্রাফিক্স রেন্ডারিংয়ের অংশগুলোকে অফলোড করতে সক্ষম। ফলে ক্লাউড সেবা ব্যবহারে খরচ অনেকাংশে কমে যায় ও ব্যবহারকারীরা বিনামূল্যে এ পরিষেবা পেয়ে থাকেন।
এটি স্থানীয় ক্লায়েন্ট ও নেটিভ গ্রাফিক্স রেন্ডারিং করতে সক্ষম এবং ব্রাউজারের মাধ্যমে দুটিই ব্যবহার করা যায়। কোম্পানিটি বলছে, এ প্রযুক্তি স্বচ্ছভাবে কাজ করে ও গেম ডেভেলপারদের কাছ থেকে কোনো ইন্টিগ্রেশনের প্রয়োজন হয় না।
আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ইলেভেন, ম্যাক, ক্রোমবুক ও স্মার্ট টিভিতেও ব্লুস্ট্যাকস এক্স ব্যবহার করা যায়। এছাড়া উইন্ডোজ টেন ও আগের ভার্সনগুলোতেও এটি ব্যবহার করা সম্ভব।

কোন মন্তব্য নেই