প্রায় এক কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর অর্থ চুরির অভিযোগ
গ্রিফটহর্স ম্যালওয়্যারের মাধ্যমে প্রায় এক কোটিরও বেশি ব্যবহারকারীর বড় অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। মোবাইল সিকিউরিটি ফার্ম জিম্পেরিয়ামের গবেষকরা বলছেন, ম্যালওয়্যারটি ২০২০ সালের নভেম্বর থেকে এ অভিযান চালাচ্ছে। এ ম্যালওয়্যারটি প্লে-স্টোর বা অন্যান্য থার্ড পার্টি সোর্স থেকে ইউজারদের ফোনে ঢুকে যায় আর কোটি ডলার চুরি করে ফেলে। এছাড়াও তারা ইউজারদের সম্মতি ছাড়াই যেকোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন করিয়ে দেয়। এ ম্যালওয়্যারকে প্রাথমিকভাবে বোঝা সম্ভব নয়, কারণ তাদের ডেসক্রিপশনে সেভাবে কিছু বলা থাকে না। খবর নিউজ এইটিন।
একটি ব্লগ পোস্টে অ্যান্ড্রয়েড জানায়, ম্যালিসাস অ্যাপগুলো (অর্থাৎ ভেরিফায়েড নয় যেগুলো) যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যই সমস্যা তৈরি করতে পারে।

কোন মন্তব্য নেই