চীনে মাত্র দুই বছরের সফটওয়্যার আপডেট দেবে রিয়েলমি
রিয়েলমির এক আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, চীনের বাজারে বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর জন্য দুই বছরের মেইনটেন্যান্স আপডেট দেবে তারা। ছয় মাস পুরনো স্মার্টফোনগুলো মাসিক আপডেট পাবে কিন্তু যেগুলো ছয় মাসের আগে কেনা হয়েছে, সেগুলো পাক্ষিক আপডেট পাবে। ছয় মাস পুরনো স্মার্টফোনগুলোর আপডেটের ক্ষেত্রে অপটিমাইজেশন গুরুত্ব পাবে। অন্যদিকে ছয় মাসেরও বেশি সময় পুরনো ফোনগুলো সিকিউরিটি আপডেট পাবে। সবশেষে রিয়েলমি ইউআই (অ্যান্ড্রয়েড) আপডেট বিভিন্ন ডিভাইস অনুযায়ী পৃথক হবে। অ্যান্ড্রয়েডের সর্বশেষ আপডেট আনার পর ব্যবহারকারীদের অবহিত করা হবে তারা কোন স্তরের আপডেট পাবে।
বলা হচ্ছে, চীনের বাজারে সর্বোচ্চ দুবছর অ্যান্ড্রয়েড আপডেট দেয়া হবে। চীনা ক্রেতারা বছরে একবার করে দুই বছর এ আপডেট পাবে।
রিয়েলমি যেখানে অ্যান্ড্রয়েড ও সিকিউরিটি আপডেটে পিছু হটছে, সেখানে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী শাওমি ভিন্ন পথে হাঁটছে। মাঝারি দরের ফোন যেমন শাওমি ১১ লাইট এনই ফাইভজি ফোনে তিনটি অ্যান্ড্রয়েড আপডেট ও চার বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে শাওমি।

কোন মন্তব্য নেই