কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে লভ্যাংশ পরিবর্তন জিএসপি ফাইন্যান্সের
এর আগে সমাপ্ত হিসাব বছরের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। এর মধ্যে ৫ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৫ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পাওয়ার পর সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ২৬তম এজিএমে নতুন করে এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।
সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছরের একই সময় ছিল ১৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত মুনাফা বেড়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা বা ১৭ দশমিক ২৭ শতাংশ। ২০২০ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৩২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা।
সর্বশেষ রেটিং অনুসারে, জিএসপি ফাইন্যান্সের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুষঙ্গিক অন্যান্য হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমারজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর আগের হিসাব বছরে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪২ কোটি ৭৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৪৭ কোটি ৮৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৬২৩। এর মধ্যে ৩৫ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ২০ দশমিক ৯৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৩ দশমিক ৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার জিএসপি ফাইন্যান্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৭ টাকা ৪০ পয়সা। এদিন শেয়ারটি ২৬ টাকা ৬০ পয়সা ও ২৭ টাকা ৯০ পয়সার মধ্যে লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৩ টাকা ৫০ পয়সা ও ২৮ টাকা ২০ পয়সা।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৮ দশমিক ৭৭, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১৭ দশমিক ৬৮।

কোন মন্তব্য নেই