সিঙ্গাপুরে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে ইউসিবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিঙ্গাপুরে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে ইউসিবি



সিঙ্গাপুরে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালনা পর্ষদ। রেমিট্যান্স ব্যবসার জন্য গঠন করা এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার। গতকাল অনুষ্ঠিত ব্যাংকটির ৪৬৮তম পর্ষদ সভায় এ সিদ্ধান্তে অনুমোদন দেয়া হয়। এখন নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পেলে কোম্পানি গঠনের বিষয়টি চূড়ান্ত হবে। এক মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে কোম্পানি গঠনের এ সিদ্ধান্তের কথা জানায় ব্যাংকটি।


এদিকে গতকালের সভায় ৫০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের অনুমোদন দেয় ইউসিবির পর্ষদ। ‘ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ড’ নামের এ বন্ডের বৈশিষ্ট্য হলো এটি আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল ও নন-কিউমিউলেটিভ। এডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল বাড়ানোর জন্য এ বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি। নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পাওয়ার পর বন্ড ছাড়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।


এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি ফান্ডে বিনিয়োগের সিদ্ধান্তের কথা জানায় ইউসিবি। পাশাপাশি ইউসিবি অলটারনেটিভ ইনভেস্টমেন্টস লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয় ব্যাংকটি।



স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের দেয়া সে সময়ের তথ্যমতে, ইউসিবি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ওয়ান নামে গঠিত ৩৫০ কোটি টাকার ফান্ডে উদ্যোক্তা হিসেবে ইউসিবি ১০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। একইভাবে ইউসিবি প্রাইভেট ইকুইটি ফান্ড ওয়ান নামে গঠিত ৩৫০ কোটি টাকার ফান্ডে ব্যাংকটি ১০০ কোটি টাকা বিনিয়োগের কথা জানায়। এছাড়া ইউসিবি অল্টারনেটিভ ইনভেস্টমেন্টস লিমিটেড নামে গঠিত সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি ও ইমপ্যাক্ট ফান্ডে বিনিয়োগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেয় ইউসিবি।



এছাড়া গত বছরের শেষে পঞ্চম সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয় ইউসিবি। সাত বছর মেয়াদি ওই বন্ডের আকার ১ হাজার কোটি টাকা। টায়ার টু রেগুলেটরি ক্যাপিটাল বাড়ানোর জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়।

কোন মন্তব্য নেই