নিটল ইন্স্যুরেন্সের ১২.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভা থেকে এ লভ্যাংশের সুপারিশ করা হয়। ঘোষিত এ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৫ মার্চ।
এদিকে গতকালের পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। পিএসআইয়ের তথ্য অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে নিটল ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১ কোটি ৭৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ১১ কোটি ৪৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে প্রায় ৩৪ লাখ টাকা বা প্রায় ৩ শতাংশ।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের হিসাব বছরে যেখানে আয় ছিল ২ টাকা ৮৪ পয়সা।
কোন মন্তব্য নেই