ইউক্রেন-রাশিয়া দ্বিতীয় দফার আলোচনা শুরু
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফার আলোচনা বেলারুশে শুরু হয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার ৮ম দিন বৃহস্পতিবার দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক টুইটারে জানান, তিনিসহ ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা জানান, আলোচনায় তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে অস্ত্রবিরতি, সাময়িক যুদ্ধবিরতি এবং হামলার শিকার গ্রাম/শহরে বেসামরিকদের সরিয়ে আনার জন্য মানবিক করিডোর।
এর আগে গত সোমবার ইউক্রেন-বেলারুশের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা থেকেও কোনও সমাধানে পৌছাতে পারেনি মস্কো-কিয়েভ।
কোন মন্তব্য নেই