WhatsApp কলের জন্য আসছে লিঙ্ক জেনারেটর ফিচার, এর সুবিধা কেমন হবে বিশদে জেনে নিন
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই লঞ্চ হওয়া হোয়াটসঅ্যাপের অন্য একটি আপডেটে একটি নতুন ফিচার সামনে আসে যা ব্যবহার করে কল শুরু হওয়ার পরেও তাতে যুক্ত হতে কোনো বাধা ছিলনা। এরপরেই হোয়াটসঅ্যাপ এবার কল হোস্ট করার ক্ষেত্রে একাধিক লিঙ্ক জেনারেটের ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে যা এই মেসেজিং অ্যাপের সদস্যদের জন্য বেশ সুবিধাজনক হতে পারে।
নতুন ফিচারের আগমনে WhatsApp ব্যবহারকারীরা কী সুবিধা পাবেন?
আলোচ্য মেসেজিং অ্যাপ সংক্রান্ত সমস্ত খবরের বিশ্বস্ত সূত্র WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, বর্তমানে পরীক্ষাধীন অবস্থায় থাকা উপরোক্ত ফিচার যুক্ত হলে লিঙ্কের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলে জুড়ে যাওয়া আরো সহজ হবে। এক্ষেত্রে কল হোস্ট তার যোগাযোগ তালিকায় থাকা বন্ধু-পরিজনদের জন্য একাধিক লিঙ্ক জেনারেট করতে সক্ষম হবেন। ইচ্ছেমতো শেয়ারযোগ্য লিঙ্কগুলি আমন্ত্রিতদের কাছে প্রেরণ করলে তারা তাতে ক্লিক করে কলে জুড়তে পারবেন। তবে সেজন্য আগ্রহীদের হোয়াটস্যাপ অ্যাকাউন্ট থাকা আবশ্যিক। এটি মেসেঞ্জারের (Messenger) পূর্বাগত কল জয়েনিং ফিচারের থেকে আলাদা হবে।
বলে রাখি, আলোচিত সুবিধা ছাড়াও Whatsapp-এ নতুন একটি ভয়েস মেসেজ ফিচার যুক্ত হয়েছে বলে সামনে এসেছে। তাছাড়া একইসাথে উক্ত প্ল্যাটফর্মে একটি নতুন ইউজার ইন্টারফেস (UI) দেখা গিয়েছে। তবে মূলত আইওএস (iOS) ব্যবহারকারীরাই বর্তমানে এই বদলগুলি দেখতে পাবেন। কেননা এই মুহূর্তে কেবলমাত্র আইওএস (iOS) বিটা ভার্সনের জন্যেই ফিচারগুলি রোলআউট করা হয়েছে। এর সুফল হিসেবে আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন ব্যাকগ্রাউন্ডে ভয়েস মেসেজ প্লে করতে পারবেন। কবে এই ফিচার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও ওয়েব সংস্করণে উপলব্ধ হবে তা এখনই বলা যাচ্ছেনা।
কোন মন্তব্য নেই