বড় ছেলেকে যুবরাজ ঘোষণা আরব আমিরাতের প্রেসিডেন্টের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বড় ছেলেকে যুবরাজ ঘোষণা আরব আমিরাতের প্রেসিডেন্টের


বড় ছেলে শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানকে আবুধাবির যুবরাজ ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। স্থানীয় সময় গতকাল বুধবার (২৯ মার্চ) এ সংক্রান্ত ডিক্রি জারি করা হয়। খবর অ্যারাবিয়ান বিজনেস।


ডিক্রিতে যুবরাজ শেখ খালেদকে আবুধাবির নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবেও নিয়োগ দিয়েছেন শেখ মোহাম্মদ।


শেখ মোহাম্মদের বাবা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত ফেডারেশন গঠন করেছিলেন। তখন থেকে দেশটির প্রেসিডেন্ট পদ আবুধাবির জন্য সংরক্ষিত আছে।


বিশ্লেষকরা বলছেন, শেখ মোহাম্মদ ছেলেকে গোয়েন্দা সংস্থাসহ নিরাপত্তা, অর্থনীতি ও শাসনতান্ত্রিক বিভিন্ন কর্তৃত্বপূর্ণ পদে রেখে গড়ে তুলেছেন।


গত বছরের মে মাসে ভাই মারা যাওয়ার পর ক্ষমতায় বসেন শেখ মোহাম্মদ। এর আগে বেশ কয়েক বছর সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ হিসেবে দায়িত্বপালন করেন তিনি।  

কোন মন্তব্য নেই