অডিও মেসেজেও হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স ফিচার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অডিও মেসেজেও হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স ফিচার


ছবি ও ভিডিওর সুরক্ষায় নির্দিষ্ট সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া ফিচার প্রথম প্রকাশ্যে আনে হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকত। এবার অডিও মেসেজিংয়েও একই ধরনের সুবিধা চালু করতে যাচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। এটি চালু হলে রিসিভার প্রান্তে মাত্র একবার অডিও মেসেজ প্লে করা যাবে। 


হিন্দুস্তান টাইমসের বরাতে টেকটাইমসের খবরে বলা হয়, অডিও মেসেজিংয়ের ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি চালুর পর প্লাটফর্মটিতে যোগাযোগ ব্যবস্থা আরো নিরাপদ ও সুরক্ষিত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।


ফিচার-সম্পর্কিত স্ক্রিনশটের সন্ধান পেয়েছে ওয়াবেটাইনফো। প্লাটফর্মটির তথ্যানুযায়ী, অডিও বাটন চেপে ধরার পর ভিউ ওয়ান্স অডিও ফিচারটি দেখা যাবে। মেসেজ একবার পাঠানোর পর সেটি সংরক্ষণ করা, অন্য কাউকে পাঠানো বা রেকর্ড করে রাখা যাবে না। ফলে প্রেরক ও প্রাপকের মধ্যকার কথোপকথন আরো সুরক্ষিত হবে।


সেলফ ডেসট্রাক্টিং অডিও ফিচারটির কারণে একবার মেসেজ শোনার পর তা মুছে যাবে। ফলে অন্য কেউ আড়িপাততে পারবে না বা মেসেজ দেখতে পারবে না। ব্যবহারকারীরা যখন কোনো বিষয়ের কথোপকথন গোপন রাখতে চায় সে সময় ফিচারটি সহায়তা করবে। এছাড়া প্রাপক যে পুনরায় মেসেজটি অন্য কাউকে পাঠাতে পারবে না সেটিও নিশ্চিত হয় ফিচারটির মাধ্যমে।


নতুন ফিচারটির উন্নয়ন চলমান থাকায় এটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। সবার জন্য উন্মুক্ত করার আগে একটি নির্দিষ্ট গ্রুপের মাধ্যমে এর পরীক্ষা চালানো হবে। কবে নাগাদ এটি প্রকাশ্যে আসবে এবং কোন ডিভাইসগুলোয় ব্যবহার করা যাবে সে বিষয়ে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


অতীতে তথ্য আদান-প্রদান নীতিমালা ও অন্যান্য ত্রুটির কারণে মেসেজিং প্লাটফর্মটি সমালোচনার মুখে পড়েছে। অধিকাংশ সমস্যা সমাধানে তথা নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতে নতুন ফিচার চালু করেছে প্লাটফর্মটি। এর মধ্যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন উল্লেখযোগ্য।


ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ আরো একটি ফিচার নিয়ে কাজ করছে। এখানে ব্যবহারকারী সর্বোচ্চ ৬০ সেকেন্ড সময়ের ছোট ভিডিও বার্তা তৈরি করে লিস্টে থাকা ব্যক্তিদের পাঠাতে পারবে। বর্তমানে কনটাক্ট তালিকায় থাকাদের শুধু ভয়েস নোট পাঠানো যায়। হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে যে ভিডিও মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। এ ফিচারেও মেসেজ সেভ বা ফরওয়ার্ড করা যাবে না।

কোন মন্তব্য নেই