স্মার্টফোনের ব্রাইটনেস কত হলে ভালো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্মার্টফোনের ব্রাইটনেস কত হলে ভালো


প্রযুক্তিগত উৎকর্ষের যুগে স্মার্টফোন এখন সবার হাতে। প্রতিনিয়ত বাজারে নতুন নতুন স্মার্টফোন আসছে। এগুলোয় বিভিন্ন বৈশিষ্ট্য থাকছে। এসব বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো ব্রাইটনেস। আউটডোরে বা বাসার বাইরে সেলফোন ব্যবহারের সময় ব্রাইটনেস বেশি না থাকলে সেটিকে ডিভাইসের দুর্বলতা হিসেবে ধরা হয়। তবে এ ব্রাইটনেস কতটা থাকা ভালো তার পরিমাপও রয়েছে।


স্মার্টফোনের ব্রাইটনেস অনেকে বেশি বাড়িয়ে রাখে। কিন্তু এটি ফোনের জন্য ভালো নয়। এতে ব্যাটারি দ্রুত শেষ হয়। ফলে বারবার চার্জ দিতে হয়। আর এতে ব্যাটারির আয়ুস্কাল কমতে থাকে। আবার ব্রাইটনেস খুব কমিয়ে রাখাও ইতিবাচক নয়। এটি নিয়ে বিভিন্ন মতপার্থক্য রয়েছে।


অধিকাংশের মতে, স্মার্টফোনের ব্রাইটনেস ৫০ শতাংশের মধ্যে রাখা ভালো। এছাড়া ডিভাইসে বিল্ট ইন থাকা অটো মোডও ব্যবহার করা যায়। এতে দিন বা রাতের আলোর সঙ্গে মিল রেখে স্মার্টফোনের ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে সেট হয়ে যাবে।


বিশেষজ্ঞদের মতে, ফোনের ব্রাইটনেস সব সময় আশপাশের আলোর সঙ্গে মিল রেখে সেট করা উচিত। অর্থাৎ বাইরে বেরোলে ব্রাইটনেস বেশি, ঘরে থাকলে কম। এছাড়া ফোন বা ল্যাপটপ ও ডেস্কটপ কেনার সময় এর ডিসপ্লে এবং তার নেট উজ্জ্বলতা সম্পর্কে জেনে নিতে হবে। বর্তমানে সব স্মার্ট গ্যাজেটে অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়, যা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। এমনকি ব্রাইটনেসও থাকে চোখ সহনীয়। এছাড়া প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, ‘‌স্মার্টফোনের সর্বোচ্চ ৩০০-১৫০০ নিট হওয়া ভালো। ল্যাপটপে ২০০-৬০০ নিট ও ডেস্কটপ মনিটরের জন্য সর্বোচ্চ ১০০-৫০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা চোখের জন্য আরামদায়ক।’

কোন মন্তব্য নেই