লুনার সিরিজে বোটের নতুন দুই স্মার্টওয়াচ
ভারতের বাজারে নতুন দুটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে বোট। স্মার্টওয়াচ দুটির নাম লুনার কানেক্ট প্রো এবং লুনার কল প্রো। খবর বিবুম।
দুটি স্মার্টওয়াচেই গ্রাহকের চাহিদার কথা বিবেচনায় একাধিক ফিচার দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, উভয় স্মার্টওয়াচেই ওয়াচ ফেস স্টুডিও এবং সেন্সএআই ব্য়বহার করা হয়েছে, যা কোম্পানির প্রথম সেন্সএআই ফিচারসহ স্মার্টওয়াচ।
নতুন স্মার্টওয়াচ দুটিতে রাউন্ড অ্যালয় ডায়াল রয়েছে। সঙ্গে দেয়া হয়েছে ১ দশমিক ৩৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা-অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করে। দুটি স্মার্টওয়াচে ব্যবহারকারীরা ২০টি করে নম্বর সেভ করতে পারবে। এছাড়া এতে ৭০০-এর বেশি অটো মোড রয়েছে।
কানেকশনের জন্য স্মার্টওয়াচগুলোয় ব্লুটুথ ৫.০ সাপোর্ট দেয়া হয়েছে। স্মার্টওয়াচের জন্য চার্জ থাকা গুরুত্বপূর্ণ। সেদিকেও নজর রেখেছে বোট। ওয়্যারেবল ডিভাইসগুলো একবার চার্জে ১৫ দিনের ব্যাটারি লাইফ দেয়। ঘড়িগুলোতে একটি বিল্ট-ইন এইচডি মাইক এবং স্পিকার কম্বো রয়েছে। এছাড়া ব্লুটুথ কলিং ফিচারও রয়েছে।
চারটি ভিন্ন রঙে লুনার কানেক্ট প্রো পাওয়া যাচ্ছে। এগুলো হলো মেটালিক ব্ল্যাক, অ্যাক্টিভ ব্ল্যাক, ইঙ্ক ব্লু এবং চেরি ব্লসম।
ভারতীয় বাজারে এর দাম ১০ হাজার ৯৯৯ রুপি।
অন্য়দিকে লুনার কল প্রো মেটালিক ব্ল্যাক, চারকোল ব্ল্যাক, ডিপ ব্লু এবং চেরি ব্লসম রঙের বিকল্প পাবেন। ভারতীয় বাজারে এই ঘড়ির দাম ৬ হাজার ৯৯০ রুপি। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে গ্রাহক স্মার্টওয়াচগুলো কিনতে পারবেন।
কোন মন্তব্য নেই