অ্যান্ড্রয়েড বেটায় নতুন টেক্সট এডিটর আনছে হোয়াটসঅ্যাপ
অ্যান্ড্রয়েড বেটার কিছুসংখ্যক পরীক্ষকের জন্য নতুন ভার্সনের টেক্সট এডিটর চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, নতুন টেক্সট এডিটরের মাধ্যমে বেটা টেস্টাররা ছবি, ভিডিও এমনকি জিআইএফও এডিট করতে পারবে। কিবোর্ডের ওপর থাকা ফন্ট অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজে পছন্দের ফন্ট নির্বাচন করতে পারবে। এছাড়া টেক্সট অ্যালাইনমেন্ট বামে, ডানে অথবা মাঝামাঝি অবস্থানে পরিবর্তন করা যাবে। এডিটরের মাধ্যমে বেটা ব্যবহারকারীরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করতে পারবে। ইটিটেলিকম
কোন মন্তব্য নেই