কানাডার বাজারে রেনাটার প্রথম ওষুধ উন্মোচন
কানাডার বাজারে রেনাটার প্রথম ওষুধ উন্মোচন
স্টাফ রিপোর্টার | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনাটা পিএলসি প্রথমবারের মতো কানাডার বাজারে তাদের ওষুধ উন্মোচন করেছে। এর মাধ্যমে উত্তর আমেরিকার বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল কোম্পানিটি।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, রেনাটা কানাডায় বাজারজাত করেছে ডেসোজেস্ট্রেল বা ইথিনাইলইস্ট্রাডিওল (০.১৫ মি.গ্রা./০.০৩ মি.গ্রা.) ট্যাবলেট। এই পণ্যটি সেখানে ‘মাইলি ২১’ এবং ‘মাইলি ২৮’ ব্র্যান্ডনামে পাওয়া যাবে। নারীদের জন্য তৈরি এই ট্যাবলেট বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় কনট্রাসেপটিভ ওষুধ।
রেনাটা জানায়, কানাডার শীর্ষ জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেড এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ওষুধটি বাজারজাত করা হচ্ছে। শক্তিশালী মার্কেটিং নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিষ্ঠানটি কানাডার বাজারে প্রবেশ করেছে।
কোম্পানির মতে, উন্নত বাজারে প্রবেশ তাদের আন্তর্জাতিক সম্প্রসারণে বড় একটি মাইলফলক। পাশাপাশি এটি রেনাটার আয় বৃদ্ধি ও বৈদেশিক বাজারে অবস্থান আরও সুদৃঢ় করবে।
কোন মন্তব্য নেই