নেপালে সহিংসতা বন্ধে যান চলাচলে নিষেধাজ্ঞা, বৃহস্পতিবার থেকে দেশজুড়ে কারফিউ
নেপালে সহিংসতা বন্ধে যান চলাচলে নিষেধাজ্ঞা, বৃহস্পতিবার থেকে দেশজুড়ে কারফিউ
আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
জেনারেশন জি’র নেতৃত্বে বিক্ষোভ সহিংস রূপ নেয়ায় নেপালের সেনাবাহিনী দেশব্যাপী কারফিউ ও যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সেনাবাহিনীর জনসংযোগ ও তথ্য অধিদফতরের জারি করা বিবৃতিতে জানানো হয়, জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা আজ বিকেল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে।
সেনাবাহিনী আরো জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হবে। পরিস্থিতি বিবেচনায় পরে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।
বিবৃতিতে নাগরিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিক্ষোভ চলাকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়। একই সঙ্গে সতর্ক করা হয় যে, আন্দোলনের নামে আগুন, লুটপাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, সহিংস আক্রমণ এমনকি যৌন নির্যাতনের চেষ্টার মতো কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
কারফিউ চলাকালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মীদের যান চলাচলের অনুমতি থাকবে। প্রয়োজনে নাগরিকদের নিকটবর্তী নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থেকে শুধুমাত্র সরকারি ঘোষণা অনুসরণের আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তায় সহযোগিতা কামনা করা হয়েছে।
সূত্র: হিমালয়ান টাইমস
কোন মন্তব্য নেই