হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

  


হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

স্টাফ রিপোর্টার | টাইমস এক্সপ্রেস ২৪

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০২৬ সালের হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সূত্র: বাসস

কোন মন্তব্য নেই