আকাশসীমা লঙ্ঘনকারী রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড
আকাশসীমা লঙ্ঘনকারী রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
পোল্যান্ড তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে একাধিক রুশ ড্রোন ভূপাতিত করেছে। দেশটির সশস্ত্র বাহিনী বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অপারেশনাল কমান্ড জানায়, মঙ্গলবার রাতভর ইউক্রেনে রাশিয়ার হামলার সময় কয়েকটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। পরে কমান্ডারের নির্দেশে সেগুলোকে গুলি করে নামানো হয়।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবার ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র সরাসরি রুশ সামরিক সম্পদকে নিজেদের আকাশসীমায় ভূপাতিত করল বলে জানিয়েছে বিবিসি।
পোলিশ সেনাবাহিনী জানিয়েছে, আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিমান, স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নজরদারি সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এ ছাড়া ভূপাতিত ড্রোনগুলোর অবস্থান শনাক্তে অভিযান চলছে।
এ বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, “একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের কারণে সামরিক অভিযান চালানো হচ্ছে।”
এদিকে সেনাবাহিনী নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে। তবে ড্রোনের ধরন বা সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কোন মন্তব্য নেই