আবারও ভারতের সঙ্গে শুল্ক আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আবারও ভারতের সঙ্গে শুল্ক আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

 


আবারও ভারতের সঙ্গে শুল্ক আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

নানা টানাপোড়েনের পর আবারও ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের "বন্ধু" বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প জানান, আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই শুল্কহার নিয়ে মোদির সঙ্গে বৈঠক করতে চান তিনি। তার আশা, এ বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক অচলাবস্থা দূর হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলোতে অগ্রগতি আসবে।

এরই প্রতিক্রিয়ায় বুধবার (১০ সেপ্টেম্বর) পাল্টা পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে শুল্ক বিষয়ে আলোচনায় বসতে নয়াদিল্লি আগ্রহী। পাশাপাশি এই বৈঠক ভারত-মার্কিন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও আশা প্রকাশ করেন মোদি।

উল্লেখ্য, শুল্কনীতি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে সাম্প্রতিক বার্তা বিনিময়ের মাধ্যমে নতুন করে আলোচনার সম্ভাবনা জোরালো হচ্ছে বলে কূটনৈতিক মহল মনে করছে।


কোন মন্তব্য নেই