ডাকসুর ২৮ পদে ২৩টিই শিবিরের, নেই ছাত্রদলের কেউ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডাকসুর ২৮ পদে ২৩টিই শিবিরের, নেই ছাত্রদলের কেউ

 


ডাকসুর ২৮ পদে ২৩টিই শিবিরের, নেই ছাত্রদলের কেউ

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | সময়: ১১:৫১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রভাব বিস্তার করেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছেন এ জোটের প্রার্থীরা। বাকি ৫টি পদ দখল করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে আলোচিত এই নির্বাচনে কোনো পদেই জয় পায়নি ছাত্রদল সমর্থিত নেতারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

ভিপি, জিএস ও এজিএস—সবই শিবির সমর্থিত

ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম।
সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন এসএম ফরহাদ।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন মুহা. মহিউদ্দীন খান।

এছাড়াও আরও ২০ পদে বিজয় অর্জন করেছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

সম্পাদক পদে বিজয়ীরা

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার

  • আন্তর্জাতিক সম্পাদক: খান জসিম

  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আবদুল্লাহ

  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসাইন

  • কমন রুম, রিডিং রুম ও কাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা

  • মানবাধিকার ও আইন সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া

  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এমএম আল মিনহাজ

  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম

সদস্য পদে বিজয়ীরা

সাবিকুন্নাহার তামান্না, সর্বমিত্র, আনাস ইবনে মুনির, ইমরান হোসেন, তাজিনুর রহমান, মেফতাহুল হোসেন আল মারুফ, বেলাল হোসাইন অপু খান, রাইসুল ইসলাম, মো. শাহিনুর রহমান, মোছা. আফসানা আক্তার ও রায়হান উদ্দীন।

স্বতন্ত্র প্রার্থীদের জয়

বাকি পাঁচ পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা হলেন—

  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বী

  • সদস্য পদে: হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া

ছাত্রদল শূন্য

বহুল আলোচিত এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা কোনো পদে জয়ী হতে পারেননি। ফলে ডাকসুর ২৮ আসনের মধ্যে শিবির-সমর্থিত প্যানেলের প্রায় একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।

কোন মন্তব্য নেই