পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি: দুই ব্যক্তিকে ৩১ কোটি টাকার বেশি জরিমানা
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি: দুই ব্যক্তিকে ৩১ কোটি টাকার বেশি জরিমানা
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড-এর শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে দুই ব্যক্তিকে মোট ৩১ কোটি ৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির মুখপাত্র ও পরিচালক মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
কারসাজির সময়কাল
২০২১ সালের ২৪ এপ্রিল থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে অস্বাভাবিকতা ঘটিয়ে কারসাজি চালানো হয় বলে বিএসইসি নিশ্চিত করেছে।
জরিমানার বিস্তারিত
-
মোহাম্মদ কামরুল হাসান (তৎকালীন সিএফও, এনআরবি ব্যাংক) → ৭৫ লাখ টাকা জরিমানা
-
পাশাপাশি তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে (চাকরি, পদ গ্রহণ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট লেনদেন থেকে)।
-
-
শেখ ফারুক আহমেদ → ৩০ কোটি ৩২ লাখ টাকা জরিমানা
বিএসইসির অবস্থান
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও বাজারের স্বচ্ছতা বজায় রাখতে শেয়ার কারসাজির বিরুদ্ধে বিএসইসি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও অনিয়ম প্রমাণিত হলে একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই