ই-রিটার্নের সঙ্গে করদাতার ব্যাংক সংযোগে কোনো ভয় নেই: এনবিআর চেয়ারম্যান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ই-রিটার্নের সঙ্গে করদাতার ব্যাংক সংযোগে কোনো ভয় নেই: এনবিআর চেয়ারম্যান



ই-রিটার্নের সঙ্গে করদাতার ব্যাংক সংযোগে কোনো ভয় নেই: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৩০

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় করদাতার ব্যাংক হিসাবের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হলে করদাতারা উপকৃত হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি আশ্বস্ত করেছেন, এ ক্ষেত্রে করদাতার কোনো ব্যক্তিগত তথ্য এনবিআরের কোনো কর্মকর্তা দেখতে পাবেন না। ফলে ব্যাংকের আমানত সংগ্রহ বা করদাতার গোপনীয়তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে অনুষ্ঠিত ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

করদাতাদের সুবিধা বাড়াতে নতুন উদ্যোগ

এনবিআর চেয়ারম্যান বলেন,

“করদাতাদের যাতে বারবার হিসাব বিবরণী আনতে না হয়, সে কারণে আমরা বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সমন্বয় করছি। করদাতাদের তথ্য এনবিআরের কোনো কর্মকর্তা দেখতে পাবেন না।”

তিনি জানান, করপোরেট কর ধীরে ধীরে কমে ২০ শতাংশে এসেছে। ভবিষ্যতে করপোরেট কর রিটার্নও অনলাইনে দাখিলের ব্যবস্থা করা হবে।

রিটার্ন দাখিলের বিষয়ে বক্তব্য

চেয়ারম্যান বলেন, “অনেক করদাতা এখনও রিটার্ন জমা দেন না। টিআইএনধারীদের নোটিশ দেওয়া হয়রানি নয়, বরং নিয়মিত রিটার্ন দাখিলের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। আয়করে ইতোমধ্যে অটোমেশন করা হয়েছে এবং র‌্যান্ডম অডিট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ভ্যাট ব্যবস্থায় সংস্কার আসছে

ভ্যাট নিয়ে আবদুর রহমান খান বলেন,

  • প্রয়োজনে ভ্যাট রেট কমানো হবে

  • ভ্যাটের জন্য থাকবে একক হার (Single Rate)

  • কিউআর কোড কেন্দ্রিক সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে ভ্যাট স্বয়ংক্রিয়ভাবে জমা হয়।

তিনি আরও জানান, গত এক বছরে প্রায় ৩ হাজার অডিটে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রেই ব্যবসায়ীরা নিয়মিত ভ্যাট দেন না।


কোন মন্তব্য নেই