মহানবী সা:-এর আদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে : ধর্ম উপদেষ্টা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মহানবী সা:-এর আদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে : ধর্ম উপদেষ্টা

 


মহানবী সা:-এর আদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আধুনিক যুগে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যম, প্রযুক্তি ও সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূল সা:-এর সিরাত তরুণদের মুক্তির পথ দেখাবে। মহানবী সা:-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে।

সোমবার পাকিস্তানের লাহোর শরিফ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, তরুণরা একটি জাতির শক্তি, ভবিষ্যৎ নেতৃত্ব এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি। ইসলামে তরুণদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদের সঠিকভাবে গড়ে তোলার গুরুত্ব রাসূল সা:-এর সিরাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। নবী করীম সা: তাঁর জীবনাচরণ, শিক্ষা ও দিকনির্দেশনার মাধ্যমে প্রতিটি মুসলিম তরুণের জন্য অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, তরুণদের মধ্যে যদি সততা, নৈতিকতা, দায়িত্বশীলতা ও জ্ঞানার্জনের স্পৃহা জাগ্রত করা যায়, তবে তারা ব্যক্তিজীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ সময় তিনি তরুণ প্রজন্মকে মহানবী সা:-এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল ডা. রওশিন রেজার সভাপতিত্বে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বক্তব্য দেন। উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলীসহ কলেজের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে ধর্ম উপদেষ্টা উপমহাদেশের অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেন।


কোন মন্তব্য নেই