নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার কারসাজি: ১৩ কোটি টাকার বেশি জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার কারসাজি: ১৩ কোটি টাকার বেশি জরিমানা

 



নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার কারসাজি: ১৩ কোটি টাকার বেশি জরিমানা

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেড-এর শেয়ার লেনদেনে কারসাজির প্রমাণ পাওয়ায় চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির মুখপাত্র ও পরিচালক মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কারসাজির সময়কাল

২০২১ সালের ২৪ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সময়ে নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার লেনদেনে অস্বাভাবিক ওঠানামা ঘটিয়ে বাজারে কারসাজি চালানো হয় বলে বিএসইসি জানায়।

কারসাজিতে জড়িতদের জরিমানা

  • মো. রিয়াজ মাহমুদ সরকার – ১ কোটি ১৪ লাখ টাকা

  • আবুল বাশার – ৪ কোটি ২ লাখ টাকা

  • সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং – ৪ কোটি ২৮ লাখ টাকা

  • মো. সেলিম – ১ কোটি ৬৯ লাখ টাকা

  • জামিল – ২ কোটি ২০ লাখ টাকা

বিএসইসির অবস্থান

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে সুষ্ঠু লেনদেন নিশ্চিত করতে ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় শেয়ার কারসাজির বিরুদ্ধে কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাজারে কারসাজি প্রমাণিত হলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই