স্পেসএক্সের সঙ্গে চাঁদে যাবে অ্যাস্ট্রোল্যাবের ফ্লেক্স রোভার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্পেসএক্সের সঙ্গে চাঁদে যাবে অ্যাস্ট্রোল্যাবের ফ্লেক্স রোভার


পরবর্তী প্রজন্মের রকেট স্টারশিপ উৎক্ষেপণের আগে বুকিং নিচ্ছে স্পেসএক্স। এ যাত্রায় সঙ্গী হিসেবে থাকতে পারে এসইউভি আকারের রোভার মহাকাশযানও। স্টার্টআপ কোম্পানি অ্যাস্ট্রোল্যাব জানায়, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে একটি যাত্রীবিহীন স্টারশিপ কার্গো মিশন পরিচালনার উদ্দেশ্যে সম্প্রতি তারা ইলোন মাস্কের কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। ফ্লেক্সিবল লজিস্টিকস অ্যান্ড এক্সপ্লোরেশন (ফ্লেক্স) নামের রোভার যানের আকার প্রায় একটি জিপ র‍্যাংলোর গাড়ির সমান। এমনকি মঙ্গলগ্রহে অবস্থান করা নাসার পারসিভারেন্স রোভারের চেয়েও আকারে কিছুটা বড়। কার্গোকে সহায়তার জন্য এতে একটি রোবটিকস হাত থাকবে। আর প্রতি ঘণ্টায় এটি ২৪ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে পারবে। দুজন নভোচারীও এতে আরোহণ করতে পারবেন। পৃথিবী থেকে রোভারটি নিয়ন্ত্রণ করা যাবে। কোম্পানিটি ফ্লেক্স রোভারের একটি বহর তৈরির মাধ্যমে চাঁদ ও মঙ্গলে মানুষের স্থায়ী উপস্থিতি তৈরির পরিকল্পনা করছে। গিজমোচায়না

কোন মন্তব্য নেই