সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৭-২১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে এক্সিম ব্যাংক-এর শেয়ার। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

১. এক্সিম ব্যাংক – ১৭.৮৬% পতন, পূর্বের ৫.৬০ টাকা থেকে ৪.৬০ টাকায় ক্লোজ
২. ফার্স্ট সিকিউরিটি ব্যাংক – ১১.১৬% পতন, ৩.৮০ টাকা থেকে ৩.৩০ টাকায় ক্লোজ
৩. সোশ্যাল ইসলামী ব্যাংক (SIBL) – ১১.৫৯% পতন, ৬.৯০ টাকা থেকে ৬.১০ টাকায় ক্লোজ
৪. প্রিমিয়ার লিজিং – ১০.৭১% পতন
৫. এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড – ১০.৬৪% পতন
৬. ফনিক্স ফাইন্যান্স – ৮.৫৭% পতন
৭. জিএসপি ফাইন্যান্স – ৮.৫১% পতন
৮. সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড – ৭.৮৭% পতন
৯. ফাস ফাইন্যান্স – ৭.৬৯% পতন
১০. এ গ্লোবাল ইসলামী ব্যাংক – ৬.৯০% পতন

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, উল্লেখিত কোম্পানিগুলোর শেয়ার দর সপ্তাহজুড়ে উল্লেখযোগ্যভাবে কমেছে।

কোন মন্তব্য নেই