পীরগাছায় একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পীরগাছায় একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা


রংপুরের পীরগাছায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে দুটি যাত্রীবাহী ট্রেন। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে অল্পের জন্য।


শনিবার (২৩ আগস্ট) সকালে পীরগাছা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।


রেলস্টেশন সূত্রে জানা যায়, সকাল ১১টা ২৩ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি হোম সিগন্যাল অতিক্রম করে ২নং লাইনে প্রবেশ করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল ওভারশ্যুট করে একই লাইনে প্রবেশ করতে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে পদ্মরাগের লোকোমাস্টার দ্রুত ট্রেনটিকে পুশব্যাক করে ১নং লাইনে সরিয়ে নেন। এতে অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায় দুটি ট্রেন।


ঘটনার সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, “কন্ট্রোল রুমের নির্দেশনা মোতাবেক দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিকে ২নং লাইনে প্রবেশের জন্য প্রোপার সিগন্যাল দেওয়া হয়েছিল। তবে পদ্মরাগ কমিউটার ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল ওভারশ্যুট করায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি আমি সাথে সাথেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

কোন মন্তব্য নেই