যুক্তরাষ্ট্রে শুল্কের আশঙ্কায় দাম বাড়ছে প্লেস্টেশন ফাইভের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাষ্ট্রে শুল্কের আশঙ্কায় দাম বাড়ছে প্লেস্টেশন ফাইভের

 


যুক্তরাষ্ট্রে শুল্কের আশঙ্কায় দাম বাড়ছে প্লেস্টেশন ফাইভের

TimesExpress24 | ডেস্ক
📅 প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ০২:৫৬

যুক্তরাষ্ট্রে সনি কোম্পানির প্লেস্টেশন ফাইভ কনসোলের দাম প্রায় ৫০ ডলার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে প্রো সংস্করণটি আগামী বৃহস্পতিবার থেকে ৭৪৯ ডলার ৯৯ সেন্টে ক্রয় করতে হবে।


দাম বৃদ্ধি কেন?

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে কয়েকটি কারণ রয়েছে:

  1. বাড়তি উৎপাদন খরচ – কনসোলের উৎপাদন ও সরবরাহে নতুন ব্যয় যুক্ত হয়েছে।

  2. গেমিং বাজারের শ্লথ প্রবৃদ্ধি – যুক্তরাষ্ট্রে গেমিং শিল্পে গতিবেগ কিছুটা কমে এসেছে।

  3. শুল্ক নীতি – প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাপানসহ বেশির ভাগ বাণিজ্য অংশীদারের ওপর আরোপিত শুল্ক প্লেস্টেশন ফাইভের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।


প্রেক্ষাপট

  • প্লেস্টেশন ফাইভ বাজারে আসার পর থেকে গেমারদের মধ্যে বহুল চাহিদা রয়েছে।

  • যুক্তরাষ্ট্রে সনির কনসোলের দাম পরিবর্তনের ফলে গেমিং সংক্রান্ত খরচ বৃদ্ধি পাচ্ছে।

  • বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক নীতি ও আন্তর্জাতিক বাণিজ্য চাপের কারণে এমন মূল্যবৃদ্ধি সামনের মাসগুলোতেও লক্ষ্য করা যেতে পারে।


📌 কীওয়ার্ড: প্লেস্টেশন ফাইভ, সনি, যুক্তরাষ্ট্র, শুল্ক, কনসোল দাম, গেমিং বাজার, দাম বৃদ্ধি

কোন মন্তব্য নেই