উত্তরপত্র মূল্যায়নে ‘অবহেলা’: ৭১ পরীক্ষক ‘কালো তালিকায়’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উত্তরপত্র মূল্যায়নে ‘অবহেলা’: ৭১ পরীক্ষক ‘কালো তালিকায়’

 


চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ‘দায়িত্বহীনতা’ ও ‘অবহেলার’ অভিযোগে ৭১ পরীক্ষককে ‘কালো তালিকাভুক্ত’ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।


এসব শিক্ষক আগামী পাঁচ বছর বোর্ডের কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।


বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার শনিবার বিকালে সংবাদমাধ্যমকে বলেন, “এসব শিক্ষকের বিরুদ্ধে দায়িত্তে অবহেলার প্রমাণ পেয়েছি। তাই তাদের ‘ব্ল্যাক লিস্টেড’ করা হয়েছে।


গত ২০ অগাস্ট ঢাকা বোর্ড থেকে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কালো তালিকাভুক্ত ৭১ শিক্ষকের নাম দ্রুত ই-এফটি থেকে বাদ দিয়ে বোর্ডকে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।


গত ১০ অগাস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডের অকৃতকার্য তিন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছেন।

কোন মন্তব্য নেই