ডাকসু নির্বাচন: “এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের” — ফাতেমা তাসনিম জুমা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডাকসু নির্বাচন: “এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের” — ফাতেমা তাসনিম জুমা

 

ডাকসু নির্বাচন: “এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের” — ফাতেমা তাসনিম জুমা

টাইমস এক্সপ্রেস ২৪ | অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৯ মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

বিজয় নিশ্চিত হওয়ার পর ফেসবুকে দেয়া এক প্রতিক্রিয়ায় জুমা লিখেছেন—
“এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার। এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন-হিজাবীর।”

তিনি আরও যোগ করেন,
“যে পরীক্ষায় অবতীর্ণ করেছো তার যথাযোগ্য মান রাখার তৌফিক দাও খোদা আমাদের।”

নির্বাচনী ফলাফলে দেখা গেছে, ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সাদিক কায়েম, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে এস এম ফরহাদ এবং অ্যাসিস্ট্যান্ট জিএস (এজিএস) পদে মহিউদ্দিন খানসহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে জয় এসেছে।

বিজয়ের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জোটের প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিশেষ করে নারী প্রার্থীদের অংশগ্রহণ ও সাফল্য শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

📌 উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু নির্বাচন সবসময়ই ছাত্র রাজনীতির অন্যতম বড় আয়োজন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

কোন মন্তব্য নেই