ডাকসু নির্বাচন: “আমরা কোথাও মিছিল করব না” — শিবির সভাপতি
ডাকসু নির্বাচন: “আমরা কোথাও মিছিল করব না” — শিবির সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদসহ অধিকাংশ পদে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তবে বিজয়ের পরও সারা দেশে কোথাও মিছিল না করার ঘোষণা দিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শীর্ষ তিন পদে জয়
-
ভিপি পদে: সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট।
-
জিএস পদে: এস এম ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট, প্রতিদ্বন্দ্বী শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট।
-
এজিএস পদে: মো. মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট, আর প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।
ভোটগ্রহণ ও ফল ঘোষণা
গত সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। রাতভর ভোট গণনা চলে এবং বিভিন্ন হল থেকে ফলাফল আসতে থাকে। অবশেষে বুধবার সকাল সোয়া ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
কোন মন্তব্য নেই