ইউক্রেনে পেনশন নিতে গিয়ে রুশ বিমান হামলায় নিহত ২৪ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউক্রেনে পেনশন নিতে গিয়ে রুশ বিমান হামলায় নিহত ২৪

 


ইউক্রেনে পেনশন নিতে গিয়ে রুশ বিমান হামলায় নিহত ২৪

টাইমস এক্সপ্রেস ২৪ | আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৩ মিনিট

ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক এলাকায় পেনশন নিতে আসা সাধারণ মানুষদের লক্ষ্য করে রাশিয়া বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই প্রবীণ নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে এ হামলা হয়। ঘটনাস্থলটি ফ্রন্টলাইনের কাছাকাছি হওয়ায় এলাকা সবসময়ই ঝুঁকিপূর্ণ ছিল।

কী ঘটেছিল

নিকটবর্তী শহর লাইম্যানের প্রশাসনিক প্রধান ওলেকসান্ডার ঝুরাভলিওভ জানান, ডাক পরিষেবার একটি গাড়ি দিয়ে পেনশন বিতরণের সময় হঠাৎ বিমান হামলা হয়। এতে ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাহতদের “সাধারণ বেসামরিক নাগরিক” হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “মানুষ শুধু পেনশন নিতে গিয়েছিল, যুদ্ধ করতে নয়।”

আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক প্রেক্ষাপট

  • স্লোভিয়ানস্কের উত্তরে অবস্থিত ইয়ারোভা ফ্রন্টলাইন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।

  • বিবিসির তথ্যমতে, নিহতের সংখ্যা নিশ্চিত হলে এটি হবে ইউক্রেনে বেসামরিকদের ওপর সাম্প্রতিক সপ্তাহগুলোর সবচেয়ে বড় হামলাগুলোর একটি।

  • এর আগে আগস্টের শেষদিকে কিয়েভে রুশ হামলায় ২৩ জন নিহত হন।

  • গত সপ্তাহান্তে কিয়েভে যুদ্ধ শুরুর পর অন্যতম বড় আকাশ হামলা চালায় রাশিয়া, যাতে সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

রুশ বাহিনীর পক্ষ থেকে এ হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

কোন মন্তব্য নেই