রাকসু হল সংসদে ছাত্রশিবিরের একচেটিয়া বিজয়, শূন্য হাতে ছাত্রদল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাকসু হল সংসদে ছাত্রশিবিরের একচেটিয়া বিজয়, শূন্য হাতে ছাত্রদল

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাকসু হল সংসদে ছাত্রশিবিরের একচেটিয়া বিজয়, শূন্য হাতে ছাত্রদল


নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: রাত ১০:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। মোট ১৭টি হলের ২৫৫টি পদের মধ্যে ২৩৪টিতেই শিবির-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে, বিএনপি-ঘনিষ্ঠ ছাত্রদল কোনো হলে একটিও পদে জয় পায়নি।

বিশ্ববিদ্যালয়জুড়ে এই ফলাফলকে শিক্ষার্থীরা রাবির ছাত্র রাজনীতিতে এক “নতুন অধ্যায়” হিসেবে দেখছেন।

 পাঁচ হলে শিবিরের পূর্ণ প্যানেলের জয়

শহীদ হবিবুর রহমান, নবাব আব্দুল লতিফ, মাদার বখ্শ, সৈয়দ আমীর আলী এবং মন্নুজান হল—এই পাঁচটি হলে ছাত্রশিবিরের পুরো প্যানেল বিজয়ী হয়েছে। এসব হলে ভিপি, জিএস ও এজিএসসহ প্রতিটি পদে শিবিরের প্রার্থীরা জয়লাভ করেন।

অন্যান্য হলে বড় জয়

বিজয়-২৪, শহীদ জিয়াউর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ শামসুজ্জোহা, শাহ মখদুম, তাপসী রাবেয়া, বেগম রোকেয়া, রহমতুন্নেসা ও বেগম খালেদা জিয়া হলেও শিবির-সমর্থিত প্রার্থীদের দাপট ছিল স্পষ্ট। বেশিরভাগ হলে তারা ১৫টির মধ্যে ১৩-১৪টি পদে বিজয়ী হন।

 ছাত্রদলের ভরাডুবি

হল সংসদ নির্বাচনে ১১টি হলে আংশিক ও পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছিল ছাত্রদল, তবে তারা কোনো পদেই জয়ী হতে পারেনি। কিছু হলে তারা কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত শিবিরের বিপুল ভোটে পরাজিত হয়।

 শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে শিবির-সমর্থিত শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। অন্যদিকে, ছাত্রদলের শিবিরে নেমে আসে নীরবতা। অনেক শিক্ষার্থী মনে করছেন, এই নির্বাচন রাবির ছাত্র রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

কোন মন্তব্য নেই