জাবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জাবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: রাত ১০:৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উত্তরবঙ্গের ৮ জেলার শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চীনের সহায়তায় আগামী নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে হবে। পাশাপাশি ভারতের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

আ ফ ম কামাল উদ্দিন হলের সহ-সভাপতি (ভিপি) জিএমএম রায়হান কবীরের সঞ্চালনায় জাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান বলেন, “তিস্তা শুধু উত্তরবঙ্গ নয়, পুরো দেশের অর্থনীতির প্রাণ। ভারত বর্ষায় পানি ছেড়ে আমাদের ঘরবাড়ি ও ফসল ডুবিয়ে দেয়, আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ রেখে কৃষিকে বিপর্যস্ত করে।”

জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, “তিস্তা আজ বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বলতে চাই, ভারতের চাপ উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন—আমরা দেশবাসী সরকারের পাশে থাকব।”

জাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “তিস্তায় ভারতের বাঁধের কারণে উত্তরবঙ্গের আট জেলা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৈত্রী রাষ্ট্র হিসেবে ভারতের উচিত তিস্তার ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “নভেম্বরের মধ্যে চীনা সহায়তায় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু করতে সরকারকে আহ্বান জানাই।”

মানববন্ধনে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জমির উদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্রশিবিরের সদস্য শফিউজ্জামান শাহীন এবং বাগছাসের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই