বিমানবন্দরের ফ্লাইট চালুতে দ্রুত পদক্ষেপ: বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন
বিমানবন্দরের ফ্লাইট চালুতে দ্রুত পদক্ষেপ: বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, রাত ১০:২০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যমকে তিনি বলেন, “আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব। কারণ আপনারা জানেন, বর্তমানে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি আজ রাতের মধ্যেই ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক করতে।”
বিমান উপদেষ্টা জানান, অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা যৌথভাবে কাজ শুরু করেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা ছিল উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, “ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি নেওয়া হবে না, তবে যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
প্রসঙ্গত, শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কোন মন্তব্য নেই