পাঁচ দিনে তিন অগ্নিকাণ্ডে দেশজুড়ে আতঙ্ক, নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়নি সরকার
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পাঁচ দিনে তিন অগ্নিকাণ্ডে দেশজুড়ে আতঙ্ক, নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়নি সরকার
নিউজ ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
দেশজুড়ে মাত্র পাঁচ দিনের ব্যবধানে তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডে নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজধানী ঢাকা ও চট্টগ্রামের পর সর্বশেষ শনিবার আগুন লাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে।
ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এর আগে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
টানা তিন অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ছাপ
গত ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে ঘটে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা—
-
১৪ অক্টোবর: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন।
-
১৬ অক্টোবর: চট্টগ্রাম ইপিজেড এলাকার তোয়ালে কারখানায় অগ্নিকাণ্ড।
-
১৮ অক্টোবর: শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন।
এই তিনটি ঘটনায় বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তবে সরকারি হিসেবে এখনো কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
সরকারের অবস্থান
অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার সম্ভাবনা উড়িয়ে না দিয়ে কঠোর সতর্কতা জারি করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক সরকারি বিবৃতিতে বলা হয়—
“যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার প্রমাণ পাওয়া যায়, সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে।”
সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, “দেশে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”
বিমানবন্দরে সেবার প্রস্তুতি
অগ্নিকাণ্ডের পর বিমান চলাচল ও যাত্রীসেবা সাময়িকভাবে ব্যাহত হলেও শনিবার রাতের মধ্যেই সেবা চালুর আশা প্রকাশ করেছেন বিমান উপদেষ্টা।
সর্বশেষ অবস্থা
ফায়ার সার্ভিস জানিয়েছে, তিনটি অগ্নিকাণ্ডেরই কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা রাসায়নিক প্রতিক্রিয়া থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই