দীর্ঘ নীরবতার পর আলোচনায় ফের চিত্রনায়ক শাকিল খান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দীর্ঘ নীরবতার পর আলোচনায় ফের চিত্রনায়ক শাকিল খান

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 

দীর্ঘ নীরবতার পর আলোচনায় ফের চিত্রনায়ক শাকিল খান



বিনোদন প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছেন। একসময় যিনি রোমান্টিক চরিত্রে দর্শকের হৃদয় জয় করেছিলেন, তিনি এখন সফল ব্যবসায়ী ও সমাজসেবক।

গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সিজেএফবি অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ সম্মাননা পান তিনি। চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার গ্রহণের সময় তার চোখে ছিল আবেগের ছোঁয়া।

শাকিল খান বলেন,

“আমি খুবই আনন্দিত। কাজের স্বীকৃতি সবসময় অনুপ্রেরণা দেয়। মানুষ এখনো আমাকে মনে রেখেছে— এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সবার ভালোবাসা ও দোয়াতেই আজকের আমি।”

দীর্ঘদিন চলচ্চিত্রের বাইরে থাকলেও থেমে যাননি তিনি। বর্তমানে চট্টগ্রামে ‘পাবলিক হাসপাতাল’ নামে একটি ক্লিনিক পরিচালনা করছেন, যেখানে অসহায় ও দুস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি গাজীপুরে বয়স্কদের পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলছেন তিনি।

তার ভাষায়,

“মানুষের পাশে থাকতে পারলেই জীবনের মানে খুঁজে পাই।”

চিত্রনায়ক সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন শাকিল খান। এতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় নায়িকা পপি। এরপর ‘অবুঝ বউ’, ‘তোমাকেই খুঁজছি’, ‘বাবা আমার বাবা’, ‘রক্ত পিপাসা’, ‘কষ্ট’, ‘মগের মুল্লুক’-সহ অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পরের সময়টিতে শাকিল খান ছিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ভরসার নাম। তবে সময়ের পরিক্রমায় ধীরে ধীরে তিনি হারিয়ে যান আলোচনার আড়ালে।

কিন্তু এবারের উপস্থিতিতে যেন স্পষ্ট— নীরবতার দেয়াল ভেঙে আবারও ফিরে আসছেন এক সময়ের রোমান্টিক হিরো শাকিল খান।

কোন মন্তব্য নেই