ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি নাসির উদ্দিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি নাসির উদ্দিন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি নাসির উদ্দিন



নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন,

“সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি জানান, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী একটি অনুকরণীয় ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় কমিশন।

সিইসি নাসির উদ্দিন শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বরিশালে আসেন এবং শনিবার (১৮ অক্টোবর) নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠক করেন। সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেলে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

“রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারও জানিয়েছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত সেই দল নির্বাচনে অংশ নিতে পারবে না।”

তিনি আরও যোগ করেন,

“কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কারও নির্দেশে নয়, আমরা স্বাধীনভাবে কাজ করব। নির্বাচন কমিশন কোনো দল বা গোষ্ঠীর চাপের কাছে মাথা নত করবে না। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের লক্ষ্য।”

সার্কিট হাউজের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই