বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৭ রানে অলআউট
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৭ রানে অলআউট
ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (১৮ অক্টোবর) টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে মাত্র ২০৭ রানে অলআউট হয় টাইগাররা। ফলে জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২০৮ রান।
ইনিংসের শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ৮ রানের মধ্যে দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান সাজঘরে ফেরেন। চলতি বছর ওপেনিংয়ে কোনো ফিফটি না পাওয়া বাংলাদেশ দল আবারও ব্যর্থ হলো শুরুর জুটি গড়তে।
এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে শান্ত ৩২ ও হৃদয় ৫১ রান করে ফিরলে আবারও ধস নামে। অভিষিক্ত মাহিদুল অঙ্কন ৪৬ রান করলেও ব্যাটিং ছিল মন্থর (৭৬ বলে)। ৪০ ওভার শেষে দলের সংগ্রহ ছিল মাত্র ১৪০ রান।
শেষদিকে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের ব্যাটে কিছুটা লড়াই আসে। রিশাদ ১৩ বলে ২৬ রান করেন ২০০ স্ট্রাইক রেটে, তানভীর অপরাজিত থাকেন ৯ রানে। নুরুল হাসান সোহান করেন ৯ রান। শেষ ৯.৪ ওভারে বাংলাদেশ তোলে ৬৭ রান, তবে হারায় ছয়টি উইকেট।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ২৭ বলে ১৭ রানের ইনিংস ব্যাটিংয়ের ব্যর্থতা ঢাকতে পারেনি। একপর্যায়ে মনে হচ্ছিল দল ২০০ রানের গণ্ডিও পেরোতে পারবে না।
টি–টোয়েন্টি ও ওয়ানডে—দুই ফরম্যাটেই আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার পরও ব্যাটিং দুরবস্থা কাটাতে পারেনি বাংলাদেশ। ওয়ানডেতে জয়ের ধারা ফিরিয়ে আনতে হলে ব্যাটারদের আরও দৃঢ়তা দেখাতে হবে—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২১ অক্টোবর) একই ভেন্যু মিরপুরে।
কিওয়ার্ড: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ওয়ানডে, বাংলাদেশ ক্রিকেট, ব্যাটিং ব্যর্থতা, মিরপুর স্টেডিয়াম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ।
কোন মন্তব্য নেই